[vc_row][vc_column width=”1/2″][vc_column_text el_id=”boxgridview”]

“বিবাহ রেজিষ্ট্রির জন্য যাহা প্রয়োজন হবে”

বিবাহ রেজিষ্ট্রারী বহি,ফরম ‘ঘ’,ফরম নং–১৬০০,নিকাহ্নামা–১৬০১
  • বাংলাদেশ সরকারের গেজেট অনুযায়ী মুসলমান বরের বয়সঃ ২১(একুশ) বৎসরের উর্ধে ও কনের বয়সঃ ১৮(আঠারো) বৎসরের উর্ধে।
  • ব্যক্তি ও বয়স প্রমানের জন্য পাসপোর্ট/ জাতীয় পরিচয় পত্র/এস এস সি, জে এস সি সমমান শিক্ষা সনদ/ জন্ম নিবন্ধন সনদ এর ফটোকপি।
  • বর ও কনের পাসপোর্ট সাইজের ২ কপি করে রঙ্গীন ছবি।
  • প্রাপ্ত বয়স্ক বরের পক্ষে ১জন স্বাক্ষী, কনের পক্ষে ১জন স্বাক্ষী, বরের পক্ষে ১জন উকিল, কনের পক্ষে ১জন উকিল (মুসলমান পুরুষ)। (১জন পুরুষ স্বাক্ষীর বিপরীতে ২জন মহিলা স্বাক্ষী হতে পারে)
  • যৌতুক দেওয়া ও নেওয়া শাস্তিযোগ্য অপরাধ।
  • ছুটির দিন সহ প্রতিদিন সকাল ০৮টা হইতে রাত ১১টা পর্যন্ত অফিস খোলা থাকে।

[/vc_column_text][/vc_column][vc_column width=”1/2″][vc_column_text el_id=”boxgridview”]

“স্ত্রী কর্তৃক তালাক রেজিষ্ট্রির জন্য যাহা প্রয়োজন হবে”

স্ত্রী কর্তৃকস্বামীকে তালাক(মহিলা তালাক),ডি-তালাক,ফরম নং-১৬০৫/এ(ফরম-ছ)
  • স্ত্রীর উপস্থিতি এবং নিকাহনামার ফটোকপি।
  • ব্যক্তি প্রমানের জন্য পাসপোর্ট/ জাতীয় পরিচয় পত্র/এস এস সি, জে এস সি সমমান শিক্ষা সনদ/ জন্ম নিবন্ধন সনদ এর ফটোকপি।
  • স্ত্রীর পাসপোর্ট সাইজের ২ কপি রঙ্গীন ছবি।
  • প্রাপ্ত বয়স্ক স্বাক্ষী স্ত্রীর পক্ষে- ১জন এবং সনাক্তকারী- ১জন,
    মোট ২ জন মুসলমান পুরুষ। (১জন পুরুষ স্বাক্ষীর বিপরীতে ২জন মহিলা স্বাক্ষী হতে পারে)

[/vc_column_text][/vc_column][/vc_row][vc_row][vc_column width=”1/2″][vc_column_text el_id=”boxgridview”]

“স্বামী কর্তৃক তালাক রেজিষ্ট্রির জন্য যাহা প্রয়োজন হবে”

স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক(পুরুষ তালাক),বি-তালাক,ফরম নং-১৬০২(ফরম-এফ)
  • স্বামীর উপস্থিতি এবং নিকাহনামার ফটোকপি।
  • ব্যক্তি প্রমানের জন্য পাসপোর্ট/ জাতীয় পরিচয় পত্র/এস এস সি, জে এস সি সমমান শিক্ষা সনদ/ জন্ম নিবন্ধন সনদ এর ফটোকপি।
  • স্বামীর পাসপোর্ট সাইজের ২ কপি রঙ্গীন ছবি।
  • প্রাপ্ত বয়স্ক স্বাক্ষী স্বামীর পক্ষে- ১জন এবং সনাক্তকারী- ১জন, মোট ২ জন মুসলমান পুরুষ। (১জন পুরুষ স্বাক্ষীর বিপরীতে ২জন মহিলা স্বাক্ষী হতে পারে)

[/vc_column_text][/vc_column][vc_column width=”1/2″][vc_column_text el_id=”boxgridview”]

“খোলা তালাক রেজিষ্ট্রির জন্য যাহা প্রয়োজন হবে”

স্বামী–স্ত্রী উভয়পক্ষ তালাক/সি–তালাক/খোলা তালাক,ফরম নং–১৬০৪(ফরম–জি)
  • স্বামীর উপস্থিতি এবং নিকাহনামার ফটোকপি।
  • ব্যক্তি প্রমানের জন্য পাসপোর্ট/ জাতীয় পরিচয় পত্র/এস এস সি, জে এস সি সমমান শিক্ষা সনদ/ জন্ম নিবন্ধন সনদ এর ফটোকপি।
  • স্বামীর পাসপোর্ট সাইজের ২ কপি রঙ্গীন ছবি।
  • প্রাপ্ত বয়স্ক স্বাক্ষী স্বামীর পক্ষে- ১জন এবং সনাক্তকারী- ১জন, মোট ২ জন মুসলমান পুরুষ। (১জন পুরুষ স্বাক্ষীর বিপরীতে ২জন মহিলা স্বাক্ষী হতে পারে)
          • [/vc_column_text][/vc_column][/vc_row][vc_row][vc_column][vc_column_text]“ছেলে একুশ মেয়ে আঠারো, এর আগে নয় বিয়ে কারো”

        বিঃদ্রঃ উত্তরা মডেল টাউন এলাকায় কোন বিবাহ বা তালাক সম্পন্ন করিতে হইলে তাহা উত্তরা কাজী অফিসের মাধ্যমেই রেজিষ্ট্রি করা বৈধ। অন্য এলাকা হইতে আসিয়া উত্তরা কাজী অফিসের পরিচয় দিয়া প্রতারনা করিতেছে।

        বিবাহ ও তালাক সংক্রান্ত বিষয়ে পরামর্শ নিতে পারেনঃ-
        01753-862482, 01715-980409
        01716-860974, 01718-080755[/vc_column_text][/vc_column][/vc_row][vc_row][vc_column][vc_column_text]

      [/vc_column_text][/vc_column][/vc_row][vc_row][vc_column][vc_column_text]

    [/vc_column_text][/vc_column][/vc_row]